.:: গ্রাম আদালতে মামলা করার নিয়ম ::.
----------------------------------------------------
ইউনিয়ন পরিষদের মামলা করতে হলে, প্রথমে মামলার জন্য বিচারপ্রার্থীকে বাদী ও বিবাদী উল্লেখ্য করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে । ওই আবেদন ইউনিয়ন পরিষদের জমা দিলে ইউনিয়ন পরিষদ ৩ দিনের ভিতর বাদীকে মামলর দিন জানিয়ে দিবে এবং বিবাদীকে নোটিশ জারী করবে এবং নোটিশে মামলার দিন ও তারিখ নির্ধারণ করা হবে।
গ্রাম আদালতে মামলা করতে কি কি উল্লেখ করতে হবে ?
-------------------------------------------------------------------------
বিধি-৩ : (১) ৪ ধারার (১) উপধারা অনুসারে কোনো দরখাস্ত লিখিতভাবে করিতে হইবে এবং উহা আবেদনকারী কতৃর্ক স্বাক্ষরিত হইবে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট দাখিল করিতে হইবে ।
(২) উপবিধি (১) অনুসারে লিখিত দরখাস্তে নিম্নলিখিত বিবরণগুলি থাকিতে হইবে; যথাঃ
(ক)যে ইউনিয়ন পরিষদে দরখাস্ত করা হইতেছে উহার নাম;
(খ)আবেদনকারীর নাম, পরিচয় ও বাসস্থান;
(গ) প্রতিবাদীর নাম, পরিচয় ও বাসস্থান;
(ঘ)যে ইউনিয়নে অপরাধ সংঘটিত বা নালিশের কারণ উদ্ভব হইয়াছে উহার নাম;
(ঙ)নালিশ অথবা দাবির প্রকৃতি ও তায়দাদ, সংক্ষিপ্ত বর্ণনাসহ; এবং
(চ)যেই সমস্ত প্রতিকার দাবি করা হইতেছে ।
(৩) এই বিধি অনুসারে দরখাস্ত তফসিলের প্রথম খন্ড সংক্রান্ত হইলে দুই টাকা ফী এবং দ্বিতীয় খণ্ড সংক্রান্ত হইলে চার টাকা ফী দরখাস্তের সহিত দাখিল করিতে হইবে ।
ছবি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস